বিজনেস আওয়ার প্রতিবেদকঃ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে একদিনে আরো সাড়ে তিন লাখ শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে একদিনে মৃত্যু হয়েছে আরো হাজার মানুষের। মঙ্গলবার (৩১ মে) বেলা ১১টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৩ কোটি ২০ লাখ ৩৩ হাজার ০৫৬ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৫৩ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫২৮ জন। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে আরো তিন লাখ ৫৪ হাজার ৫২৮ জন শনাক্ত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১১ হাজার ৯২৫ জনের। আগের দিন একই একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬৩ লাখ ১০ হাজার ৯১৫ জন। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে এক হাজার ১০ জনের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৫০ কোটি ৩১ লাখ ১২ হাজার জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ৫৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৩১ হাজার ২৮৬ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৫৮২ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৬৩০ জন। আর ব্রাজিলে ৩ কোটি ০৯ লাখ ৭৭ হাজার ৬৬১ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ৫৬৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/৩১ মে, ২০২২/কমা