বিজনেস আওয়ার প্রতিবেদক : চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনায় ৬৩ জনের চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের মধ্যে ছয় জনের চোখের সমস্যা গুরুতর। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (০৭ জুন) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সংবাদ সম্মেলনে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক এ তথ্য জানান।
দীন মোহাম্মদ বলেন, চোখে আঘাত পাওয়া ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজন। এর মধ্যে একজনকে দেশের বাইরে পাঠানো হতে পারে।
এর আগে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৩৯ জন। অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১০ কর্মীসহ ৪১ জন নিহত হয়েছে।
বিজনেস আওয়ার/০৭ জুন, ২০২২/কমা