স্পোর্টস ডেস্ক : সাম্পদোরিয়ার বিপক্ষে জিতলেই ইতিয়ালিয়ান সিরি আ’র শিরোপা নিশ্চিত জুভেন্টাসের এমন পরিসংখ্যান সামনে নিয়ে খেলতে নামে ক্রিস্টিয়ানো রোনালদোরা। ঘপ্রের মাঠে সাম্পদোরিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা ৯ম বারের মতো সিরি আ’র শিরোপা জয় করল তুরিনের বুড়িরা।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে ঘরের মাঠে সাম্পদোরিয়াকে আতিথ্য দেয় জুভেন্টাস। ঘরের মাঠে দুর্দান্ত শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদোরা। একের পর এক আক্রমণে কাঁপন ধরিয়ে দেয় সাম্পদোরিয়ার রক্ষণ, তবে এতকিছুর পরেও গোলের দেখা মিলছিল না জুভেদের।
অবশেষে প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর যোগ করা অতিরিক্ত সময়ে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর তাতেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় জুভেরা। বিরতিত থেকে ফিরে আরও দুর্দান্ত জুভে, আক্রমণ ধার তখনও বেড়েই চলেছে।
কিন্তু গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২২ মিনিট। ক্রিস্টিয়ানো রোনালদোর নেওয়া শট সাম্পদোরিয়ার গোলরক্ষক ফিরিয়ে দিলে বল পান ফেড্রিকো বার্নার্দেস্কি। আর সেখান থেকে গোল করে দলকে ২-০’তে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোরা।
বিজনেস আওয়ার/২৭ জুলাই, ২০২০/এ