বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক জানিয়েছেন, প্রতিদিন ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সেনা সম্মুখ যুদ্ধে নিহত হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, পূর্ব ডনবাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে সমান তালে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনের শত শত পশ্চিমা আর্টিলারি সিস্টেমের প্রয়োজন। মস্কোর সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে কিয়েভ প্রস্তুত নয় বলেও জানান পদোলিয়াক।
রাশিয়ান বাহিনী পুরো ডনবাসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করায় ইউক্রেনীয় সেনারা নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।
পদোলিয়াক বলেন, যুদ্ধে রাশিয়ান বাহিনী অ-পারমাণবিক সবকিছু যেমন ভারী কামান, একাধিক রকেট লঞ্চার সিস্টেম ও যুদ্ধবিমান ব্যবহার করছে।
পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্রের আবেদন পুনরাবৃত্তি করে তিনি বলেন, রাশিয়ান এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে সমতা না থাকায় ইউক্রেনের হতাহতের হার অত্যন্ত বেশি।
পদোলিয়াক বলেন, আমাদের আর্টিলারির দাবি কেবল এক ধরনের আকাঙ্ক্ষা নয়…যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির জন্য এটি নিশ্চিতভাবে প্রয়োজন।
বিজনেস আওয়ার/১০ জুন, ২০২২/কমা