স্পোর্টাস ডেস্ক : রোববার ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি মৌসুমের শেষ দিন। আগে থেকে দুই দল নিশ্চিত থাকলেও এদিন আরো দুই দল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করেছে। ফলে তৃতীয় ও চতুর্থ দল হিসেবে কারা ইউসিএলে যাবে সেটা দেখার অপেক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা।
এই দুই স্থানের জন্য মূল লড়াইয়ে ছিল তিনটি দল। এগুলো হল লেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। লেস্টার-ম্যান ইউ ম্যাচে যে দল পরাজিত হবে তারাই ইউসিএল থেকে বাদ পড়বে, এমন ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিয়েছে ইউনাইটেড।
অন্যদিকে সহজ প্রতিপক্ষ উলভসকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে চেলসি।
৩৮ ম্যাচে ৯৯ পয়েন্ট নিয়ে যথারীতি ইপিএলের চলতি মৌসুমের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিভারপুল। ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ম্যান ইউ ও চেলসি দুই দলের পয়েন্টই সমান ৬৬ হলেও গোল ব্যবধানে এগিয়ে রেড ডেভিলরা। আর ৬২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করেছে লেস্টার সিটি।
বিজনেস আওয়ার/২৭ জুলাই, ২০২০/এ