বিজনেস আওয়ার প্রতিবেদক : সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী নির্বাচন ভালো করতে পারবো বলে জানিয়েছেন, করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রবিবার (১২ জুন) সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং সাবেক নির্বাচন কমিশন সচিবদের সঙ্গে সংলাপে সিইসি এ কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আপনারা নির্বাচনের ভেতরে এবং বাইরের চ্যালেঞ্জের কথা জানবেন। আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীতে আরও ভালো নির্বাচন করার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো সবগুলো নির্বাচন সফল করতে।
সংলাপে যোগ দিয়েছেন সাবেক সিইসি বিচারপতি মো. আব্দুর রউফ, ড. এটিএম শামসুল হুদা ও কেএম নূরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, সাবেক সচিব মোহাম্মদ সাদিক, জেসমিন টুলি, মো. আবদুল্লাহসহ আরও অনেকে।
বিজনেস আওয়ার/১২ জুন, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: