বিজনেস আওয়ার প্রতিবেদকঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৩ টির বা ১৪.০২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের ৯.৭০ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.৪৮ শতাংশ, সুহৃদের ৭.১০ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৬.৬৫ শতাংশ, ন্যাশনাল ফিডের ৫.৮৮ শতাংশ, এস আলমের ৫.২৬ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৯৯ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৩.৭৭ শতাংশ এবং বিএসসির শেয়ার দর ৩.২৩ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/১২ জুন, ২০২২/ এস এইচ