নিজস্ব প্রতিবেদক: বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসতে চায় থাই ফয়েলস অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আল-মোস্তফা গ্রুপের সহযোগি কোম্পানি থাই ফয়েলস।
আইপিওতে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড (জিডিসিএল) । সম্প্রতি দুই প্রতিষ্ঠান এ লক্ষ্যে একটি চুক্তি করেছে। গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং আল-মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেন।
কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা টাকা শিল্পক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য উৎপাদনের লক্ষ্যে ব্যবসায় সম্প্রসারণ কার্যক্রমে ব্যবহার করবে। টেক্সটাইল, ঔষধ, তেল ও গ্যাস, অ্যালুমিনিয়াম, পাল্প ও পেপার, চামড়াশিল্প, ক্যাবল এবং গৃহস্থালি ভোগ্যপণ্য সহ বাংলাদেশের বাজারে বিভিন্ন উৎপাদন শিল্পে এই সকল রাসায়নিক দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে।
আল-মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, ‘এই মুহুর্তে শেয়ারবাজারে পদচারণ করা আমাদের গ্রুপের জন্য বেশ সময়োপযোগী একটি সিদ্ধান্ত। যা আমাদের মূল ব্যবসায়িক কার্যক্রমকে সম্প্রসারণ করেব।’
তিনি বলেন, ‘আমরা দেশের উদীয়মান শিল্পগোষ্ঠি। আমাদের অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিকভাবে আমরা থাই ফয়েলস অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিচ্ছি। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও শেয়ারবাজারে আনার পদক্ষেপ নিব।’
অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হিসেবে পুঁজিবাজারে ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসার জন্য জিডিসিএল এর নিরন্তর প্রচেষ্টা ছিল। তারই ধারাবাহিকতায়,আমরা এবার বুক বিল্ডিং পদ্ধতির অধীনে থাই ফয়েলস অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ শুরু করছি। যা জিডিসিএল এর জন্য আরেকটি মাইলফলক হতে চলেছে।’
অনুষ্ঠানে আল-মোস্তফা গ্রুপের পরিচালক মোঃ জাফর ইকবাল, মোঃ বাবু হোসেন এবং গ্রীন ডেল্টা ক্যাপিটালের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ সোহরাব হোসেনসহ জিডিসিএল এবং আল-মোস্তফা গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস আওয়ার/এন