বিজনেস আওয়ার প্রতিবেদকঃ নেত্রকোনার মোহনগঞ্জে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় একটি রেল ব্রিজের পাশের মাটি সরে গেছে। এতে মোহনগঞ্জ উপজেলার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ ও বারহাট্টার মাঝামাঝি ইসলামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
বারহাট্ট রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোজাম্মেল হক বলেন, ‘গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনায় বন্যা দেখা দিয়েছে। এতে জেলার প্রায় সব উপজেলার নিম্নাঞ্চলের ঘর-বাড়ি, হাটবাজার পানিতে তলিয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘ভোরে ঢাকা থেকে হাওর এক্সপ্রেস ট্রেন মোহনগঞ্জে আসে। সকাল ৮টার দিকে ট্রেনটি ফের ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু ইসলামপুর রেল ব্রিজ ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পরে ট্রেনটি আবার মোহনগঞ্জে ফিরে আসে।’
মোজাম্মেল হক বলেন, ‘বন্যার কারণে পানির প্রবল স্রোতে ব্রিজের পাশের মাটি সরে যায়। এতে ঝুঁকিপূর্ণ হওয়ার রেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহনগঞ্জের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকবে।’
বিজনেস আওয়ার/ ১৮ জুন,২০২২/ এস এইচ