বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে একদিনে আরো ৯ লাখ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে মৃত্যু হয়েছে দেড় হাজারের বেশি মানুষের। বুধবার (২২ জুন) সকাল ১০ টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ততা দাঁড়িয়েছে ৫৪ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার ৯৩১ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৫৪ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ১৯৫ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে আরো ৯ লাখ ২১ হাজার ৭৩৬ জন।
বুধবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪৩ হাজার ৫৮৩ জনে। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬৩ লাখ ৪১ হাজার ৮৬৬ জনের। এ হিসেবে একদিনে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৭১৭ জনের। ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৫২ কোটি ১৬ লাখ ৮৫ হাজার ৯২৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৮৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৩৮ হাজার ৯০০ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৬৫৭ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন। আর ব্রাজিলে ৩ কোটি ১৮ লাখ ২৪ হাজার ২২০ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬৯ হাজার ৪৩৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২২ জুন, ২০২২/কমা