বিজনেস আওয়ার প্রতিবেদক : রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম কোনো বিদেশি জাহাজ ইউক্রেনের মারিউপোল বন্দর থেকে যাত্রা শুরু করেছে। আজভ কনকর্ড নামে তুরস্কের এ জাহাজটি ইউক্রেনীয় বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়। সূত্র : তাস।
মেরামত শেষে এটি ২০ জুন রাশিয়ার নভোরোসিস্কের পথে মারিউপোল ত্যাগ করে।
জাহাজটির ক্যাপ্টেন ইভান বেবেনকোভ বলেন, ১৮ জুন মারিউপোল ত্যাগ করার কথা থাকলেও বন্দরের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় যাত্রায় বিলম্ব হয়।
তবে মারিউপোল ত্যাগ করতে হয় খালি জাহাজ নিয়ে। এতে খাদ্যশস্য বা অন্য কোনো পণ্য পরিবহণ করা হয়নি।
বর্তমানে মারিউপোলে আরও পাঁচটি বিদেশি জাহাজ ইউক্রেনীয় বন্দরটি ত্যাগের অপেক্ষায় আছে।
বিজনেস আওয়ার/২২ জুন, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: