বিজনেস আওয়ার প্রতিবেদক : আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে হাজারেরও বেশি মানুষ নিহত হওয়া এবং বিধস্ত এলাকার জনগণের জন্য দেশটির তালেবান সরকার আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিবিসি’র এক এক প্রতিবেদনে বলা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা ধারণা করছেন। ভূমিকম্পে প্রত্যন্ত পাহাড়ি গ্রামে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রকৃত চিত্র এখনও পাওয়া যায়নি।
দুই দশকের মধ্যে ভয়াবহ এই ভূমিকম্পে দেশটির সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙেছে মোবাইল ফোনের টাওয়ার। এদিকে, ভারী বৃষ্টিপাত এবং সরঞ্জামসহ অন্যান্য জিনিসের অভাবে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
তালেবান সরকারের একজন সিনিয়র কর্মকর্তা আবদুল কাহার বালখি বলেছেন, মানুষকে যেভাবে সাহায্য করা দরকার, তালেবান সরকারের অর্থনৈতিক দিক থেকে সেভাবে সাহায্য করার সামর্থ্য নেই। সাহায্য সংস্থা, পার্শ্ববর্তী দেশ এবং বিশ্বের শক্তিধর দেশগুলো সাহায্য করছে। কিন্তু ভূমিকম্পে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আরও বেশি সাহায্য প্রয়োজন।
বিজনেস আওয়ার/২৩ জুন, ২০২২/কমা