বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রতিবেশি দেশ বেলারুশকে আগামী কয়েক মাসের মধ্যে শক্তিশালী ইসকান্দার মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসকান্দার মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।
শনিবার রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত একটি খবরে পুতিন বলেন, আসছে মাসে, আমরা বেলারুশে ইসকান্দার-এম ট্যাকটিক্যাল মিসাইল ব্যবস্থা পাঠাব। যেটি ব্যালাস্টিক বা ক্রুস মিসাইল ব্যবহার করতে পারে, এগুলোর সাধারণ এবং পারমাণবিক সংস্করণে।
এর আগে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৈঠক করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রাশিয়া ওয়ানের একজন সাংবাদিক ওই বৈঠকের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ফুটেজে পুতিনকে বলতে শোনা গেছে, আমি বিশ্ববাজারের চাহিদা পূরণ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। সূত্র: আল জাজিরা
বিজনেস আওয়ার/২৬ জুন, ২০২২/কমা