বিজনেস আওয়ার প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং) মো: মাহমুদুল হোসাইন খান বলেছেন, মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করা হচ্ছে।
রবিবার (৩ জুন) সকালে দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলার সমন্বিত কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মাহমুদুল হোসাইন বলেন, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে মানি লন্ডারিং আইন মোতাবেক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে অর্থগুলো দেশের বাইরে পাচার হচ্ছে তার সঙ্গে বিদেশি রাষ্ট্রগুলো জড়িত রয়েছে। সেক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘আমরা বিদেশি রাষ্ট্রগুলোর কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এমএলএআর (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট) পাঠাই। যদি বিদেশি রাষ্ট্রগুলো সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করে তাহলেই আমাদের পক্ষে সম্ভব এই টাকাগুলো উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করা। ’
দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা চাই সবার মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে উঠুক। কেউ যেন দুর্নীতিপরায়ণদের প্রশ্রয় না দেয়।
বিজনেস আওয়ার/০৩ জুলাই, ২০২২/কমা