বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের ১৮টি সংগঠন থেকে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের বয়কট তোলা না হলে কর্মবিরতি যাওয়ার ঘোষোণা দেন শিল্পী সমিতি। তারা কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এ সমস্যা সমাধানের জন্য ধারস্থ হয়েছেন চার সিনিয়র শিল্পীর।
সংসদ সদস্য ও অভিনেতা ফারুক, অভিনেতা সোহেল রানা, আলমগীর ও ইলিয়াস কাঞ্চনকে শিল্পী সমিতি থেকে অনুরোধ করা হয়েছে সংকট থেকে উত্তরণে সাহায্য করার জন্য।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শিল্পী সমিতির নেতাদের এ বিষয়ে কোন মন্তব্য কোথাও না করতে এবং কর্মবিরতি প্রত্যাহার করতে সিনিয়র এই চার শিল্পী কড়া ভাষায় নিষেধ করেছেন। একই সঙ্গে তারা প্রযোজক সমিতির সঙ্গে এ নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন।
এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, করোনার এই মহামারীতে এমনিতেই এখন কাজ বন্ধ। তাই কর্মবিরতিতে যাওয়াটাও মানানসই হয় না। তারপরও মূল কথা হলো, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। সম্মানিত সিনিয়র শিল্পীরা বলেছেন এ বিষয়ে কোন কথা আর না বলতে। তারা মুরব্বি, তাদের কথা মতোই আমরা চলবো।
বিজনেস আওয়ার/২৯ জুলাই, ২০২০/এ