বিজনেস আওয়ার প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটি শেষে মঙ্গলবার (১২ জুলাই) প্রথম কর্মদিবস হওয়ায় সোমবার বিকেল থেকেই ঢাকায় আসতে শুরু করে মানুষ।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরতি ঈদযাত্রায় মানুষের পদচারণা শুরু হয়েছে। কিন্তু তেমন যাত্রীর চাপ নেই। বেশির ভাগ লঞ্চ ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে।
মঙ্গলবার ভোর থেকেই সদর ঘাট টার্মিনালে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, চরফ্যাশন, হুলারহাট, ভান্ডারিয়া, লালমোহনসহ দেশের বিভিন্ন রুটের লঞ্চ ভিড়তে দেখা গেছে।
আজ থেকে অফিস খুলে দেওয়ায় যাত্রীদের অনেকে সরাসরি কর্মস্থলে যাবেন বলে জানিয়েছেন।
এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে প্রায় একই ধরনের চিত্র। সোমবার বিকেল থেকে যাত্রী নিয়ে ঢাকায় এসে পৌঁছেছে দেশের বিভিন্ন অঞ্চলের বাস। তবে এসব বাসে যাত্রী ছিল খুব কম।
বিজনেস আওয়ার/১২ জুলাই, ২০২২/কমা