ঢাকা , বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে তাপপ্রবাহে লাল সতর্কতা জারি

  • পোস্ট হয়েছে : ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • 35

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ যুক্তরাজ্যের আবহওয়া দপ্তর রেকর্ড তাপমাত্রার পূর্বাভাসের মুখে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইংল্যান্ডে জারি করা হয়েছে তাপপ্রবাহের লাল সতর্কতা।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহের সোম এবং মঙ্গলবার ইংল্যান্ডের কয়েকটি অংশে ‘তাপপ্রবাহের চরম সতর্কতা’ জারি করা হয়েছে, ওই সময় তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছে যেতে পারে।

আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে বলেছে, “মাত্রাতিরিক্ত, সম্ভবত রেকর্ড-ভাঙা তাপমাত্রা দেখা যেতে পারে সোমবার এবং তারপর আবার মঙ্গলবারেও।”

“রাতের সময়টিতেও যুক্তরাজ্যে, বিশেষ করে শহুরে এলাকাগুলোতে অস্বাভাবিকরকম গরম থাকতে পারে। এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে জনগণ এবং অবকাঠামোর ওপর।”

বর্তমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার ৫০ শতাংশ সম্ভাবনা আছে এবং এ তাপমাত্রা আরও বেড়ে নতুন রেকর্ড গড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

যুক্তরাজ্যে এর আগে ২০১৯ সালের ২৫ জুলাইয়ে কেমব্রিজ ইউনিভার্সিটি বোটানিক গার্ডেনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এ সপ্তাহের শুরুর দিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এবং আবহাওয়া দপ্তর দেশের কয়েকটি অংশে ৩ মাত্রার তাপ-স্বাস্থ্য সতর্কতা জারি করেছিল।

এই সতর্কতার আওতায় ঝুঁকির মুখে থাকা মানুষজনকে সুরক্ষিত রাখতে বাড়তি সামাজিক ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিতে হয়।

বিজনেস আওয়ার/১৬ জুলাই, ২০২২/এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যুক্তরাজ্যে তাপপ্রবাহে লাল সতর্কতা জারি

পোস্ট হয়েছে : ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ যুক্তরাজ্যের আবহওয়া দপ্তর রেকর্ড তাপমাত্রার পূর্বাভাসের মুখে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইংল্যান্ডে জারি করা হয়েছে তাপপ্রবাহের লাল সতর্কতা।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহের সোম এবং মঙ্গলবার ইংল্যান্ডের কয়েকটি অংশে ‘তাপপ্রবাহের চরম সতর্কতা’ জারি করা হয়েছে, ওই সময় তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছে যেতে পারে।

আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে বলেছে, “মাত্রাতিরিক্ত, সম্ভবত রেকর্ড-ভাঙা তাপমাত্রা দেখা যেতে পারে সোমবার এবং তারপর আবার মঙ্গলবারেও।”

“রাতের সময়টিতেও যুক্তরাজ্যে, বিশেষ করে শহুরে এলাকাগুলোতে অস্বাভাবিকরকম গরম থাকতে পারে। এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে জনগণ এবং অবকাঠামোর ওপর।”

বর্তমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার ৫০ শতাংশ সম্ভাবনা আছে এবং এ তাপমাত্রা আরও বেড়ে নতুন রেকর্ড গড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

যুক্তরাজ্যে এর আগে ২০১৯ সালের ২৫ জুলাইয়ে কেমব্রিজ ইউনিভার্সিটি বোটানিক গার্ডেনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এ সপ্তাহের শুরুর দিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এবং আবহাওয়া দপ্তর দেশের কয়েকটি অংশে ৩ মাত্রার তাপ-স্বাস্থ্য সতর্কতা জারি করেছিল।

এই সতর্কতার আওতায় ঝুঁকির মুখে থাকা মানুষজনকে সুরক্ষিত রাখতে বাড়তি সামাজিক ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিতে হয়।

বিজনেস আওয়ার/১৬ জুলাই, ২০২২/এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: