বিজনেস আওয়ার প্রতিবেদক : সুদানের ব্লু নাইল রাজ্যে দুটি উপজাতির মধ্যে সংঘর্ষে ৩৩ জন নিহত হয়েছে। এ ছাড়া সহিংসতা থেকে বাঁচতে কয়েক ডজন পরিবার সেখান থেকে পালিয়ে গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বার্টি এবং হাওসা উপজাতিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সহিংসতা শুরু হওয়ার পর কমপক্ষে আরও ১০৮ জন আহত হয়েছে এবং ১৬টি দোকানে আগুন দেওয়া হয়েছে।
আল-রোজারেস শহরের স্থানীয় কর্মকর্তা আদেল আগর শনিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও সৈন্য প্রয়োজন। তিনি জানান, অনেক লোক থানায় আশ্রয় নিয়েছে এবং অস্থিরতার কারণে অনেকে ‘নিহত ও আহত’ হয়েছে।
শুক্রবার ব্লু নাইলের গভর্নর আহমেদ আল-ওমদা এক মাসের জন্য যেকোনো ধরনের জমায়েত বা মিছিল নিষিদ্ধ করেন। সূত্র : এএফপি
বিজনেস আওয়ার/১৭ জুলাই, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: