বিজনেস আওয়ার প্রতিবেদকঃ বিশ্বে করোনা ভাইরাসের আরো প্রায় সাড়ে ৫ লাখ মানুষ আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে আরো ৬৯০ জন মারা গেছেন। সোমবার ( ১৮ জুলাই) সকাল ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী সোমবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৬ কোটি ৭৮ লাখ ২৪ হাজার ৮৪৮ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত হয়েছিল ৫৬ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৫৬১ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ২৮৭ জন।
সোমবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৩ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৩ লাখ ৮৭ হাজার ০৬৩ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে ৬৯০ জন। এছাড়া সুস্থ হয়েছে ৫৩ কোটি ৮৯ লাখ ২০ হাজার ৫২৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪৮ হাজার ৮৪৩ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৬৭ হাজার ৫৩৪ জন। মারা গেছেন ৫ লাখ ২৫ হাজার ৭৬০ জন। আর ব্রাজিলে ৩ কোটি ৩৩ লাখ ১ হাজার ১১৮ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৭৫ হাজার ৪০৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/ ১৮ জুলাই,২০ ২ ২/এস এইচ