স্পোর্টস ডেস্ক : দেশকে আইসিসির তিনটি বড় ট্রফি জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার সমান অর্জন নেই আর কোনো অধিনায়কের। বিরাট কোহলি অধিনায়ক হিসেবে সাফল্য পেলেও এখন পর্যন্ত তার অধীনে বড় আসরে একটি ট্রফিও জিততে পারেনি টিম ইন্ডিয়া।বড় তিনটি ট্রফি জিতে ধোনির কাতারে যাওয়া বিরাটের জন্য খুব সহজ হবে না।
তবে একজনের মধ্যে ধোনির মতো সম্ভাবনা দেখেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান সুরেশ রায়না। ধোনির বন্ধুপ্রতিম রায়নার মতে, রোহিত শর্মাই পারেন ভারতের পরবর্তী ধোনি হতে।
রায়না বলেন, রোহিত বরাবরই ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে যখনই সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন। ২০১৮ সালের নিদাহাস ট্রফি বা এশিয়া কাপ জয় বলুন, কিংবা আইপিএলে রেকর্ড চারবার মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন বানানো। অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্য ঈর্ষণীয়।
মারকুটে এই ওপেনারকে নিয়ে রায়না বলেন, আমি তাকে বলব ভারতীয় ক্রিকেটের পরবর্তী ধোনি। আমি দেখেছি নেতৃত্ব দেয়ার সময় সে খুবই শান্ত থাকে, শুনতে পছন্দ করে, খেলোয়াড়ের আত্মবিশ্বাস জোগাতে পারে। আর সব কথার বড় কথা, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে।
তিনি আরও বলেন, যখন একজন অধিনায়ক দলকে সামনে থেকে নেতৃত্ব দেয় এবং ড্রেসিংরুমের পরিবেশকে সম্মান করে, তখন একজন খেলোয়াড়ের জন্য আর কিছু লাগে না। সে ভাবে, দলের সবাই অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনির পর সে অন্যতম সেরা, দুর্দান্ত। আমি বলব তারা দুজনই প্রায় একরকম।
রায়নার কথার সাথে রেকর্ডও রোহিতের পক্ষেই কথা বলছে। ভারতীয় দলকে ১০টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৮টিতেই জয় এনে দিয়েছেন ভারতেই এই ড্যাশিং হিটার ওপেনার। আর ২০ টি-টোয়েন্টির মধ্যে তার অধীনে ভারত জিতেছে ১৬টি। আর আইপিএলে শিরোপা (৪টি) তো ধোনির চেয়েও বেশি।
বিজনেস আওয়ার/২৯ জুলাই, ২০২০/এ