বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আগামী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সব রাজনৈতিক দলকে অনুরোধ করে যাচ্ছি।
রবিবার (২৪ জুলাই) সকালে নির্বাচন ভবনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে তিনি এ অনুরোধ করেন।
সিইসি বলেন, দ্বাদশ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছি। সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে অনুরোধ করে যাচ্ছি।
তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের একটাই অনুরোধ, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে আমাদের করণীয় নির্ধারণে আপনারাও ভূমিকা রাখবেন। এমন নির্বাচন সকলেরই প্রত্যাশা। সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে।
বিজনেস আওয়ার/২৪ জুলাই, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: