বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনকালীন সময়ে ক্ষমতার কমান্ড আমার হাতে থাকলেও শক্তিটা পুলিশ এবং বিজিবির হাতে থাকে। আর সেনাবাহিনীর হাতে মূল শক্তিটা। আমরা কমান্ড করলে যেন শক্তিটা রেসপন্স করে সেই ধরনের অবস্থা আমাদের সৃষ্টি করতে হবে।
সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।
নির্বাচনকালীন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনকালীন যেই সরকারই থাকুক না কেন তাদের ওপর কমিশন প্রভাব বিস্তার করবে। সেই সময় সরকার সহযোগিতা না করে ভোট প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আইনের আলোকেই সরকারের কাছে সহযোগিতা চাওয়া হবে।
তিনি বলেন, নির্বাচনের কাজটা কঠিন হলেও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। সবাই সহযোগিতা করলে যেকোনও কঠিন কাজ আমরা সাধ্যে আনতে পারবো।
বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২২/কমা