বিজনেস আওয়ার প্রতিবেদকঃ কুমিল্লায় বেড়েছে কাঁচা মরিচের দাম। বৃষ্টিসহ নানা অজুহাতে দাম বেড়েছে বলে জানা যায়। গত সপ্তাহে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হলেও চলিত সপ্তাহে তা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়।
শুক্রবার (২৯ জুলাই) কুমিল্লা নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
শুধু কাঁচা মরিচ নয় দাম বেড়েছে অন্যান্য সবজিরও। গত সপ্তাহে চিচিঙ্গার দাম ছিল ৩০-৩৫ টাকা, এ সপ্তায় তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা, বেগুনের দাম ছিল ৪০-৪৫ টাকা, এ সপ্তাহে বেড়ে হয়েছে ৬০ টাকা। জিঙা, বটবটি, পেঁপে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।
রশিদ মিয়া নামের এক ক্রেতা বলেন, ‘গত সপ্তাহে মরিচ কিনলাম ১৩০ টাকা করে। এ সপ্তায় তা বিক্রি হচ্ছে ২১০ টাকায়। জিনিসপত্রের দাম এভাবে বাড়লে চলবো কীভাবে?’
সবজি বিক্রেতা মাসুদ মিয়া বলেন, ‘পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে, তাই আমরাও বেশি দামে বিক্রি করছি। বিভিন্ন এলাকা থেকে যে পরিমাণ কাঁচা মরিচ বাজারে আসছে তা চাহিদার তুলনায় অনেক কম। চাহিদা ও সরবরাহে ঘাটতির কারণে দাম বেড়েছে।’
বিজনেস আওয়ার/ ৩০ জুলাই, ২০২২/ এস এইচ