ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টিসিবির পণ্য বিক্রি একদিন পেছালো

  • পোস্ট হয়েছে : ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • 49

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশব্যাপী ১ কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে পর্যায়ক্রমে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু হবে মঙ্গলবার (০২ আগস্ট)। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সোমবার (১ আগস্ট) এই পণ্য ডিলারদের মাঝে বরাদ্দ দেবে। আর মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর উদ্বোধনের পর সেই পণ্য ক্রেতারা হাতে পাবেন।

এর আগে রবিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, ১ কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যে টিসিবি কর্তৃক রাজধানীসহ সারাদেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হবে। তবে সোমবার (১ আগস্ট) টিসিবি জানায়, বরাদ্দ দেওয়া পণ্যগুলো সোমবার ডিলারদের হাতে পৌঁছাবে। মঙ্গলবার এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী। এরপরই ভোক্তা পর্যায়ে পণ্য মিলবে।

এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে বলেও জানায় টিসিবি।

এ দফায় কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয়-সংশ্লিষ্ট জেলাগুলোতে।

বিজনেস আওয়ার/০১ আগস্ট, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টিসিবির পণ্য বিক্রি একদিন পেছালো

পোস্ট হয়েছে : ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশব্যাপী ১ কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে পর্যায়ক্রমে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু হবে মঙ্গলবার (০২ আগস্ট)। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সোমবার (১ আগস্ট) এই পণ্য ডিলারদের মাঝে বরাদ্দ দেবে। আর মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর উদ্বোধনের পর সেই পণ্য ক্রেতারা হাতে পাবেন।

এর আগে রবিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, ১ কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যে টিসিবি কর্তৃক রাজধানীসহ সারাদেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হবে। তবে সোমবার (১ আগস্ট) টিসিবি জানায়, বরাদ্দ দেওয়া পণ্যগুলো সোমবার ডিলারদের হাতে পৌঁছাবে। মঙ্গলবার এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী। এরপরই ভোক্তা পর্যায়ে পণ্য মিলবে।

এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে বলেও জানায় টিসিবি।

এ দফায় কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয়-সংশ্লিষ্ট জেলাগুলোতে।

বিজনেস আওয়ার/০১ আগস্ট, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: