বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন।
সোমবার (১ আগস্ট) বিকেলে জবলপুরের দামোহ নাকা এলাকার কাছে নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে এ আগুন লাগে বলে জানায় সংবাদমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়, ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবন থেকে ধোঁয়ার কুন্ডলী বের হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
পুলিশ বলছে, আগুনে পাঁচজন রোগী ও হাসপাতালের তিনজন কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন।
জবলপুরের পুলিশ সুপার অখিলেশ গৌর বলেন, ‘এটি একটি বিশাল অগ্নিকাণ্ড ছিল। আমাদের দলগুলো হাসপাতালের ভেতরে আটকে থাকা সবাইকে উদ্ধার করেছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।’
এদিকে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
বিজনেস আওয়ার/ ১ আগস্ট ২০২২/ এস এইচ