বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে চারটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্স শিক্ষা বিষয়ক চুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় চুক্তি, সাংস্কৃতিক বিনিময়সহ মোট চারটি চুক্তি করা হয়।
রবিবার (৭ আগস্ট) ভোরে হোটেল সোনারগাঁওয়ে হওয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম সাংবাদিকদের এসব চুক্তির কথা বলেন। তবে তৃতীয় চুক্তিটি কী নিয়ে হয়েছে তা প্রকাশ করেননি তিনি। পরে এ চুক্তির বিষয়ে লিখিতভাবে জানানো হবে বলে জানান তিনি।
এর আগে শনিবার (৬ আগস্ট) বিকেল চীনা এ পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় পৌঁছালে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
পরে ওয়াং ই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার সঙ্গে ছিলেন। এরপর জাদুঘরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।
বিজনেস আওয়ার/০৭ আগস্ট,২০২২/কমা