স্পোর্টস ডেস্ক : মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটে ‘সাইলেক্ট কিলার’ নামে পরিচিত। করোনা যুদ্ধেও নীরবে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। গতকাল চার পাণ্ডবের (মাশরাফি-তামিম-মুশফিক-রিয়াদ) অনলাইন লাইভ আড্ডায় উঠে এসেছে বিষয়টি।
করোনার এই মহাবিপর্যয়ে দেশের দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ আসনের সাংসদ হিসেবে তো করছেনই, ব্যক্তিগত তহবিল থেকেও চলছে তার সেবা কার্যক্রম। কৃষক, ডাক্তার সকল শ্রেণিপেশার মানুষ পেয়েছে মাশরাফির সহযোগিতা।
চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের সদস্য তামিম ইকবালও কাজ চালিয়ে যাচ্ছেন। যারা করোনা যুদ্ধে নেমেছে, তারাও পাচ্ছে তামিমের সাপোর্ট। মুশফিক টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট নিলামে ১৭ লাখ টাকা বিক্রি করেছেন কেবল করোনা দুর্গতদের সহযোগিতার জন্য।
সাকিব আল হাসান বিশ্বকাপে ইতিহাসগড়া ব্যাট নিলামে ২০ লাখ টাকা বিক্রি করেছেন। নিজের গড়া ফাউন্ডেশনের মাধ্যমে এই অর্থ তিনি ব্যয় করবেন দেশের অসহায় মানুষদের জন্য। সে হিসেবে আলোচনার মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু রিয়াদ বসে নেই। নীরবে দান করে যাচ্ছেন এই অলরাউন্ডার।
এ নিয়ে তামিম বলেন, তামিম রিয়াদকে উদ্দেশ্য করে বলেন, রিয়াদ (মাহমুদুল্লাহ) ভাই আপনাকে কেউ বলে থাকেন বাংলাদেশ দলের সাইলেন্ট কিলার। আপনি এখন নীরবে একটা কাজ করছেন। অনেককেই দান করে যাচ্ছেন, কিন্তু প্রকাশ করছেন না।
কাদের সহযোগিতা করছেন, রিয়াদের কাছে জানতে চেয়েছিলেন তামিম। তবে রিয়াদ বিষয়টা গোপনই রাখতে চান। তামিম প্রশ্ন করেন, আপনি আসলে কী করছেন, কাদের সাহায্য করেছেন; একটু কি এ বিষয়ে বলবেন? রিয়াদের জবাব, ‘আমি আমার সাধ্যমতো কিছু না কিছু করছি। তবে আমি এগুলো গোপনই রাখতে চাই।’
বিজনেস আওয়ার/২৪ মে, ২০২০/এ