নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বে করোনা ভাইরাসে আরো প্রায় ৮ লাখ মানুষ আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে আরো প্রায় দুই হাজার ৫৭ মানুষ মারা গেছেন। মঙ্গলবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৯ কোটি ০৩ লাখ ৬৯ হাজার ৬৩২ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত হয়েছিল ৫৮ কোটি ৯৫ লাখ ৮৭ হাজার ৩৪৬ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৭ লাখ ৮২ হাজার ২৮৬ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৪ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৪ লাখ ৩৬ হাজার ৬৯৪ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে ২১৫৭ জন। এছাড়া সুস্থ হয়েছে ৫৬ কোটি ২১ লাখ ৫২ হাজার ৪৩৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৪০ লাখ ২৪ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫৯ হাজার ২১০ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৬৫০ জন। মারা গেছেন ৫ লাখ ২৬ হাজার ৭৭২ জন। আর ব্রাজিলে ৩ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৭৮০ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৮০ হাজার ২৩৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/০৯ আগস্ট,২০২২/ এস এইচ