বিজনেস আওয়ার প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছে। তাই যে সুফলটা পাওয়ার কথা, সেটা পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করবে।
আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখনও যদি ধরা হয় ডিজেলে আজকের বাজারে প্রতি লিটারে ৮ টাকা করে লোকসান হচ্ছে।
বিজনেস আওয়ার/১১ আগস্ট, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: