ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ৫ খুনিকে এখনো দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি

  • পোস্ট হয়েছে : ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • 63

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের মধ্যে পাঁচ খুনি এখনও পলাতক রয়েছে। ছয় খুনির ফাঁসির রায় কার্যকর হলেও বিদেশে পালিয়ে থাকা ওই পাঁচ এখনও জনকে দেশে ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ সরকার।। তবে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আত্মগোপনে থাকা এই পাঁচ খুনি হলেন, আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী৷

এই পাঁচ খুনির মধ্যে দুইজনের অবস্থান জানতে পারলেও বাকি তিনজনের অবস্থান এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী ক্যানাডায় অবস্থান করছেন বলে জানা গেছে৷ বাংলাদেশ তাদের ফেরত পাঠাতে বিভিন্ন সময়ে আবেদন জানালেও দেশ দুটির সরকারের কাছ থেকে তেমন সাড়া মিলেনি৷

অন্যদিকে আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম ও মোসলেম উদ্দিন কোথায় আছেন সেই খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিভিন্ন সময় তথ্য ছিল মোসলেম উদ্দিন ভারতে ছিল। কিন্তু সে দেশের সরকার থেকে জানানো হয়েছে সেখানে মোসলেম উদ্দিন নেই। আব্দুর রশিদ ফ্রান্স, লিবিয়া, পোলান্ড, থাইল্যান্ড ও ইংল্যান্ডের যেকোন একটি দেশে থাকতে পারে। আর শরীফুল হক ডালিম চীন, হংকং, কেনিয়া বা থাইল্যান্ড থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। এসব দেশে বারবার চিঠি পাঠানো হলেও কেউ নিশ্চিত করে খুনিদের অবস্থান জানাতে পারেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিষয়ে ২০০৯ সালে পুলিশের আর্ন্তজাতিক সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়। ৫ বছর পরপর নোটিশ নবায়ন করা হলেও আাসামিদের বিষয়ে সর্বশেষ অবস্থান জানা যায়নি।

অবশ্য খুনিদের দেশে আনার সব ধরনের চেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে আনতে আইনগত সব ধরনের প্রচেষ্টা চলছে। সম্ভাব্য দেশগুলোতে চিঠি দেওয়া হচ্ছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের এখতিয়ার ও শর্তাবলীসহ মন্ত্রণালয় একটি খসড়া রূপরেখা চূড়ান্ত করেছে। আমরা এ বিষয়ে মতামতের জন্য খসড়াটি প্রধানমন্ত্রীর কাছে পাঠাব।

উল্লেখ্য, উচ্চ আদালতের রায় অনুযায়ী ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধুর ১২ খুনির মধ্যে ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

বিজনেস আওয়ার/ ১৫ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বঙ্গবন্ধুর ৫ খুনিকে এখনো দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি

পোস্ট হয়েছে : ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের মধ্যে পাঁচ খুনি এখনও পলাতক রয়েছে। ছয় খুনির ফাঁসির রায় কার্যকর হলেও বিদেশে পালিয়ে থাকা ওই পাঁচ এখনও জনকে দেশে ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ সরকার।। তবে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আত্মগোপনে থাকা এই পাঁচ খুনি হলেন, আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী৷

এই পাঁচ খুনির মধ্যে দুইজনের অবস্থান জানতে পারলেও বাকি তিনজনের অবস্থান এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী ক্যানাডায় অবস্থান করছেন বলে জানা গেছে৷ বাংলাদেশ তাদের ফেরত পাঠাতে বিভিন্ন সময়ে আবেদন জানালেও দেশ দুটির সরকারের কাছ থেকে তেমন সাড়া মিলেনি৷

অন্যদিকে আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম ও মোসলেম উদ্দিন কোথায় আছেন সেই খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিভিন্ন সময় তথ্য ছিল মোসলেম উদ্দিন ভারতে ছিল। কিন্তু সে দেশের সরকার থেকে জানানো হয়েছে সেখানে মোসলেম উদ্দিন নেই। আব্দুর রশিদ ফ্রান্স, লিবিয়া, পোলান্ড, থাইল্যান্ড ও ইংল্যান্ডের যেকোন একটি দেশে থাকতে পারে। আর শরীফুল হক ডালিম চীন, হংকং, কেনিয়া বা থাইল্যান্ড থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। এসব দেশে বারবার চিঠি পাঠানো হলেও কেউ নিশ্চিত করে খুনিদের অবস্থান জানাতে পারেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিষয়ে ২০০৯ সালে পুলিশের আর্ন্তজাতিক সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়। ৫ বছর পরপর নোটিশ নবায়ন করা হলেও আাসামিদের বিষয়ে সর্বশেষ অবস্থান জানা যায়নি।

অবশ্য খুনিদের দেশে আনার সব ধরনের চেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে আনতে আইনগত সব ধরনের প্রচেষ্টা চলছে। সম্ভাব্য দেশগুলোতে চিঠি দেওয়া হচ্ছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের এখতিয়ার ও শর্তাবলীসহ মন্ত্রণালয় একটি খসড়া রূপরেখা চূড়ান্ত করেছে। আমরা এ বিষয়ে মতামতের জন্য খসড়াটি প্রধানমন্ত্রীর কাছে পাঠাব।

উল্লেখ্য, উচ্চ আদালতের রায় অনুযায়ী ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধুর ১২ খুনির মধ্যে ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

বিজনেস আওয়ার/ ১৫ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: