ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২৫ টাকা মজুরি বৃদ্ধিতে চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

  • পোস্ট হয়েছে : ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • 47

বিজনেস আওয়ার প্রতিবেদক: সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে ১৪৫ টাকা মজুরির প্রস্তাবে ধর্মঘট প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। আগামীকাল থেকে কাজে যোগ দিবেন তারা। দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি করলেও তা শেষ পর্যন্ত ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারিত হয়।

রবিবার (২১ আগস্ট) থেকে সচল হচ্ছে ২৪০ চা বাগান। এ ব্যপারে শনিবার (২০ আগস্ট) বিকেলে আসছে আনুষ্ঠানিক ঘোষণা।

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিশি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলন কক্ষে এ মজুরীর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

সেখানে জাতীয় সংসদের অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপিসহ শ্রম অধিদপ্তর, সিভিল ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় শ্রম দপ্তরের উপ পরিচালক ডিডি নাহিদ ইসলাম বলেন, আমরা একটা সমঝোতায় পৌছেছি। শ্রমিকরা ১৪৫ টাকায় কাজ যোগ দিতে রাজি হয়েছেন। চট্টগ্রামের অনেক চা বাগানে শুক্রবার থেকেই চা শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

চা শ্রমিকদের সাথে সরকারের সমঝোতা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে চা শ্রমিকরা ১৪৫ টাকায় কাজে যোগ দিতে রাজি হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে যাচ্ছেন। সেখান থেকে ফিরে এসে আমাদের কথা শুনবেন। উনি ১৪৫ টাকা হাজিরা নিয়ে কাজ করার জন্য বলেছেন। আমরা তো উনার কথা ফেলতে পারি না।

বিজনেস আওয়ার/২০ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

২৫ টাকা মজুরি বৃদ্ধিতে চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

পোস্ট হয়েছে : ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে ১৪৫ টাকা মজুরির প্রস্তাবে ধর্মঘট প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। আগামীকাল থেকে কাজে যোগ দিবেন তারা। দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি করলেও তা শেষ পর্যন্ত ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারিত হয়।

রবিবার (২১ আগস্ট) থেকে সচল হচ্ছে ২৪০ চা বাগান। এ ব্যপারে শনিবার (২০ আগস্ট) বিকেলে আসছে আনুষ্ঠানিক ঘোষণা।

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিশি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলন কক্ষে এ মজুরীর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

সেখানে জাতীয় সংসদের অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপিসহ শ্রম অধিদপ্তর, সিভিল ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় শ্রম দপ্তরের উপ পরিচালক ডিডি নাহিদ ইসলাম বলেন, আমরা একটা সমঝোতায় পৌছেছি। শ্রমিকরা ১৪৫ টাকায় কাজ যোগ দিতে রাজি হয়েছেন। চট্টগ্রামের অনেক চা বাগানে শুক্রবার থেকেই চা শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

চা শ্রমিকদের সাথে সরকারের সমঝোতা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে চা শ্রমিকরা ১৪৫ টাকায় কাজে যোগ দিতে রাজি হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে যাচ্ছেন। সেখান থেকে ফিরে এসে আমাদের কথা শুনবেন। উনি ১৪৫ টাকা হাজিরা নিয়ে কাজ করার জন্য বলেছেন। আমরা তো উনার কথা ফেলতে পারি না।

বিজনেস আওয়ার/২০ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: