বিজনেস আওয়ার প্রতিবেদক: সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে সম্প্রতি ‘ভাল্লাগে’ শিরোনামে একটি গানের ব্যাপক দর্শক জনপ্রিয়তার পর সেই গানেরই কথার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ‘কোঁকড়া কোঁকড়া চুল’ নামের একটি নাটক নির্মাণ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটি।
‘কোঁকড়া কোঁকড়া চুল’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নয়ন বাবু, মম, হারুণ রশিদ, রকি খান, রাদিব, আদিব, আলিফ জাহিদসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন জাহেদ জুলহাস।
উল্লেখ্য ঈদুল আজহায় ইউটিউবে ‘ভাল্লাগে’ শিরোনামে গানটি শ্রোতাপ্রিয় হয়। গানটীতে কণ্ঠ দিয়েছিলেন সংগীতশিল্পী সুমি শবনম, সংগীত পরিচালনা করেন সজিব। মিউজিক ভিডিওতে অভিনয় করেন নয়ন বাবু ও মম। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান।
নাটকটি দেখতে লিংকে ক্লিক করুন:
বিজনেস আওয়ার/২০ আগস্ট,২০২২/ এস এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: