ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীকে দলের পক্ষ থেকে কথা বলার দায়িত্ব দেওয়া হয়নি: তথ্যমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • 61

ফাইল ছবি

বিজনেস আওয়ার প্রতিবেদক: দলের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে কথা বলার দায়িত্ব দেওয়া হয়নি, তিনি দলেরও কেউ নন বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ মন্তব‌্য করেন।

হাছান মাহমুদ বলেন, তিনি (এ কে আব্দুল মোমেন) অবশ্যই আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য। তবে দলের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তিনি আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কথা বলবেন, এমন দায়িত্বপ্রাপ্ত কেউ নন। তাকে এমন দায়িত্বও দেওয়া হয়নি।

‘বিদেশে কেউ যদি কারও সঙ্গে ব্যক্তিগত গল্প করে আসেন, সেই দায় আওয়ামী লীগের না। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়নি,’ বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দলের ভিত জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ সবসময় সরকার পরিচালনা করছে। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না, দেশ পরিচালনার দায়িত্বও নিতে পারে না।’

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার বক্তব্য ডিসটর্টেড (বিকৃত করা হয়েছে)। তিনিই জানেন, তিনি কী বলেছেন। তিনি যদি কোথাও গিয়ে কারও সঙ্গে ব্যক্তিগত আলাপ করে আসেন, সেটার দায় তার। দল বা সরকার এ দায় নেবে না। আমি মনে করি, দায়িত্বশীল পদে থাকলে দায়িত্বশীলভাবে কথা বলা দরকার। আমি নিজেও কথা বলার সময় সতর্ক থাকি।

বিজনেস আওয়ার/ ২১ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পররাষ্ট্রমন্ত্রীকে দলের পক্ষ থেকে কথা বলার দায়িত্ব দেওয়া হয়নি: তথ্যমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: দলের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে কথা বলার দায়িত্ব দেওয়া হয়নি, তিনি দলেরও কেউ নন বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ মন্তব‌্য করেন।

হাছান মাহমুদ বলেন, তিনি (এ কে আব্দুল মোমেন) অবশ্যই আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য। তবে দলের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তিনি আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কথা বলবেন, এমন দায়িত্বপ্রাপ্ত কেউ নন। তাকে এমন দায়িত্বও দেওয়া হয়নি।

‘বিদেশে কেউ যদি কারও সঙ্গে ব্যক্তিগত গল্প করে আসেন, সেই দায় আওয়ামী লীগের না। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়নি,’ বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দলের ভিত জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ সবসময় সরকার পরিচালনা করছে। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না, দেশ পরিচালনার দায়িত্বও নিতে পারে না।’

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার বক্তব্য ডিসটর্টেড (বিকৃত করা হয়েছে)। তিনিই জানেন, তিনি কী বলেছেন। তিনি যদি কোথাও গিয়ে কারও সঙ্গে ব্যক্তিগত আলাপ করে আসেন, সেটার দায় তার। দল বা সরকার এ দায় নেবে না। আমি মনে করি, দায়িত্বশীল পদে থাকলে দায়িত্বশীলভাবে কথা বলা দরকার। আমি নিজেও কথা বলার সময় সতর্ক থাকি।

বিজনেস আওয়ার/ ২১ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: