বিজনেস আওয়ার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৭টির বা ৩০.৭৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৩০ টাকা বা ৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার্স্ট ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কেঅ্যান্ডকিউয়ের ৪.৮৮ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৪.২৪ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৪ শতাংশ, ইনটেকের ৩.৬৬ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৩.৩৬ শতাংশ, এসকে ট্রিমসের ৩.২৬ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৩.০৬ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৩.০৪ শতাংশ এবং এমারেল্ড অয়েলের শেয়ার দর ৩.০৩ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২২/পিএ