বিজনেস আওয়ার প্রতিবেদক: বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অনন্ত-বর্ষার সিনেমা ‘দিন: দ্য ডে’। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা, শুরু থেকে এমনটাই দাবি করে এসেছেন প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। তবে হঠাৎ ছবিটির নির্মাতা মোর্তেজা অতাশ জমজম জানালেন, সিনেমাটির প্রকৃত বাজেট পাঁচ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ৩৩০ টাকা। বাজেটের চুক্তিপত্রটি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি।
চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ এনেছেন নির্মাতা।
ইনস্টাগ্রামে ইরানি পরিচালকের সেই পোস্টের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, ‘ইরানি পরিচালককে বাংলা লিখে দিয়েছে কে? তিনি তো বাংলা জানেন না। বাংলায় পোস্ট দিলেন কি করে? তার মানে এর পেছনে কেউ আছে, যারা ইন্ধন জোগাচ্ছেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তারা চাচ্ছে, আমি যেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি।’
এদিকে চারদিন আগেই ‘দিন: দ্য ডে’র চুক্তি লঙ্ঘনের অভিযোগে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। তার অভিযোগ, সিনেমা নিয়ে শুরুতে যে চুক্তি ও পরিকল্পনা ছিল তার কিছুই রক্ষা করেননি অনন্ত জলিল।
বিজনেস আওয়ার/ ২৩ আগস্ট, ২০২২/ এস এইচ