বিজনেস আওয়ার প্রতিবেদক: আহসান মঞ্জিল ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রবেশমূল্য দেশি দর্শকদের ক্ষেত্রে ২০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা ও শিশু দর্শকদের ক্ষেত্রে ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় জাদুঘর থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। নতুন প্রবেশমূল্য আগামী ২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, গত ৬ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের ১৯৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য দেশি দর্শক ৪০ টাকা এবং শিশু দর্শক ২০ টাকা নির্ধারণ করা হলো।
আহসান মঞ্জিল জাদুঘর জাতীয় জাদুঘরের অধীন একটি জাদুঘর। দুটি জাদুঘর শনিবার থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।
দুটি জাদুঘরেই সার্কভুক্ত দেশের নাগরিকদের প্রবেশ ফি ৩০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের ৫০০ টাকা। এ ফি বাড়ানো হয়নি।
বিজনেস আওয়ার/ ২৩ আগস্ট, ২০২২/ এস এইচ