ঢাকা , বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রযোজকের বিরুদ্ধে শিল্পী সমিতিতে মাহির লিখিত অভিযোগ

  • পোস্ট হয়েছে : ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • 184

বিজনেস আওয়ার প্রতিবেদক: চলচ্চিত্র শিল্পী সমিতিতে প্রযোজক জেনিফার ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মানহানীকর মন্তব্যের প্রতিবাদে লিখিত অভিযোগ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মুক্তির অপেক্ষায় রয়েছে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ও জিয়াউল রোশান-মাহিয়া মাহি অভিনীত ‘আশীর্বাদ’ সিনেমাটি।

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন কারণে আলোচিত হচ্ছে। সিনেমার প্রচারণায় মাহি ও রোশানকে নিয়ে বিব্রতকর কথা বলেছেন এর প্রযোজক জেনিফার ফেরদৌস। আর এ কারণেই শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর মাহিয়া মাহি প্রযোজকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৫টার দিকে মাহি তার ফেসবুক পেইজে অভিযোগের একটি কপি পোস্ট করেন। সেখানে হাতজোড় করা ইমো ব্যবহার করে তিনি লিখেছেন: ‘এখন আমার অভিভাবকরা আমার হয়ে কথা বলবেন।’

ফেরদৌস জেনিফারের বিরুদ্ধে মাহি নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করা, মামলা করার হুমকি, জিঘাংসামূলক কর্মকাণ্ডের অভিযোগ করেছেন। মাহি অভিযোগপত্রে লিখেছেন: ‘প্রযোজক জেনিফারের এসব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত।এতে আমার মানহানী হচ্ছে। শুধু তাই নয়, তার এই সব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজ ক্ষুণ্ন করছে।’

বিজনেস আওয়ার/ ২৩ আগস্ট, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

প্রযোজকের বিরুদ্ধে শিল্পী সমিতিতে মাহির লিখিত অভিযোগ

পোস্ট হয়েছে : ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: চলচ্চিত্র শিল্পী সমিতিতে প্রযোজক জেনিফার ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মানহানীকর মন্তব্যের প্রতিবাদে লিখিত অভিযোগ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মুক্তির অপেক্ষায় রয়েছে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ও জিয়াউল রোশান-মাহিয়া মাহি অভিনীত ‘আশীর্বাদ’ সিনেমাটি।

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন কারণে আলোচিত হচ্ছে। সিনেমার প্রচারণায় মাহি ও রোশানকে নিয়ে বিব্রতকর কথা বলেছেন এর প্রযোজক জেনিফার ফেরদৌস। আর এ কারণেই শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর মাহিয়া মাহি প্রযোজকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৫টার দিকে মাহি তার ফেসবুক পেইজে অভিযোগের একটি কপি পোস্ট করেন। সেখানে হাতজোড় করা ইমো ব্যবহার করে তিনি লিখেছেন: ‘এখন আমার অভিভাবকরা আমার হয়ে কথা বলবেন।’

ফেরদৌস জেনিফারের বিরুদ্ধে মাহি নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করা, মামলা করার হুমকি, জিঘাংসামূলক কর্মকাণ্ডের অভিযোগ করেছেন। মাহি অভিযোগপত্রে লিখেছেন: ‘প্রযোজক জেনিফারের এসব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত।এতে আমার মানহানী হচ্ছে। শুধু তাই নয়, তার এই সব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজ ক্ষুণ্ন করছে।’

বিজনেস আওয়ার/ ২৩ আগস্ট, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: