বিনোদন ডেস্ক : করোনার প্রকোপ শুরুর পর থেকে নিজের গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে অবস্থান করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। গত মাসের শেষের দিকে করোনা পরীক্ষার পর ফল পজিটিভ আসে। নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন তিনি।
ঈদ পালন প্রসঙ্গে পপি বলেন, গ্রামের বাড়িতে ঈদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে সালামি দেওয়া-নেওয়া। এবারের ঈদে সেটা অনেক বেশি মিস করেছি। যেহেতু আমি আইসোলেশনে, তাই কারো কাছ থেকে সালামি দিতে বা নিতে পারিনি। ঘরে বসেই সবার ঈদের আনন্দ দেখেছি। জীবনের অন্য রকম ঈদ পালন করেছি।
ভক্তদের উদ্দেশে পপি বলেন, আমি চেষ্টা করছি সবাইকে সেফ রাখতে। আমার ও পরিবারের সবার জন্য দোয়া করবেন। করোনার পাশাপাশি সারা দেশে বন্যা দেখা দিয়েছে, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন করোনা ও বন্যা মোকাবিলা করে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারি।
জ্বর ও গলাব্যথা থাকলেও শরীর অনেকটাই সুস্থতার দিকে। ৬ আগস্ট আবারও তিনি করোনা পরীক্ষা করাবেন। আশা করছেন, এবার ফল নেগেটিভ আসবে। সুস্থ হয়ে দ্রুত ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। করোনার প্রকোপ শুরুর পর থেকে নিজের গ্রামের আশপাশের নিম্ন আয়ের মানুষের পাশেও দাঁড়িয়েছেন পপি।
লাক্স-আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন। এরপর ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এ পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি।
বিজনেস আওয়ার/০৩ আগস্ট, ২০২০/এ