ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজ ৪৩ শিক্ষার্থীকে নিয়ে পোস্ট, অতঃপর সাংবাদিক খুন

  • পোস্ট হয়েছে : ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • 44

আন্তর্জাতিক ডেস্ক: আট বছর আগে রহস্যজনক পরিস্থিতিতে ৪৩ জন শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট করার কয়েক ঘণ্টা পরই গুলি করে খুন করা হলো এক সাংবাদিককে। দক্ষিণ মেক্সিকোর গুরেরো প্রদেশের রাজধানী চিলপানসিঙ্গোর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে।

২০১৪ সালে এক বিক্ষোভ কর্মসূচিতে যাওয়ার পথে গুরেরো থেকে আচমকা নিখোঁজ হন একসঙ্গে ৪৩ জন শিক্ষার্থী। ঘটনার প্রায় আট বছর পেরিয়ে গেলেও এখনও এই বিষয় নিয়ে রহস্যের সমাধান হয়নি। মেক্সিকোয় মানবাধিকার লঙ্ঘনের উল্লেখযোগ্য ঘটনাগুলোর তালিকায় এই ঘটনা অন্যতম। সম্প্রতি সত্য কমিশন বিষয়টিকে ‘বিভিন্ন প্রতিষ্ঠানের মদতে ঘটানো স্টেট ক্রাইম’ বলায় ফের প্রচারের আলোয় ফিরে আসে।

এই বিষয়টি নিয়েই মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে ফেসবুকে একটি লম্বা পোস্ট লিখেছিলেন ফ্রেডিড রোমান নামে ওই সাংবাদিক। যার শিরোনাম ছিলো-‘স্টেট ক্রাইম উইদআউট চার্জিং দ্য বস’। এর কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রেডিডকে তার গাড়ির ভেতর থেকে নিহত অবস্থায় উদ্ধার করা হয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। এরপর ইঙ্গিতপূর্ণ ও শিরোনামটি বিশেষ নজর কেড়েছে নেটিজ়েনদের।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে লেখা ওই পোস্টে ৪৩ শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার সময়ে চার সরকারি কর্মকর্তা গোপন বৈঠক করেছিলেন বলে দাবি করেন ফ্রেডিড। যার মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল জিসাস মুরিলো কারামও ছিলেন বলে লেখেন তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে কমিশনের রিপোর্ট প্রকাশের পরে গ্রেপ্তার করা হয়েছে মুরিলোকে। একই সঙ্গে সেনা, পুলিশসহ প্রশাসনের একাধিক কর্মকর্তা এবং কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সূত্র: আনন্দবাজার

বিজনেস আওয়ার/ ২৪ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিখোঁজ ৪৩ শিক্ষার্থীকে নিয়ে পোস্ট, অতঃপর সাংবাদিক খুন

পোস্ট হয়েছে : ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: আট বছর আগে রহস্যজনক পরিস্থিতিতে ৪৩ জন শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট করার কয়েক ঘণ্টা পরই গুলি করে খুন করা হলো এক সাংবাদিককে। দক্ষিণ মেক্সিকোর গুরেরো প্রদেশের রাজধানী চিলপানসিঙ্গোর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে।

২০১৪ সালে এক বিক্ষোভ কর্মসূচিতে যাওয়ার পথে গুরেরো থেকে আচমকা নিখোঁজ হন একসঙ্গে ৪৩ জন শিক্ষার্থী। ঘটনার প্রায় আট বছর পেরিয়ে গেলেও এখনও এই বিষয় নিয়ে রহস্যের সমাধান হয়নি। মেক্সিকোয় মানবাধিকার লঙ্ঘনের উল্লেখযোগ্য ঘটনাগুলোর তালিকায় এই ঘটনা অন্যতম। সম্প্রতি সত্য কমিশন বিষয়টিকে ‘বিভিন্ন প্রতিষ্ঠানের মদতে ঘটানো স্টেট ক্রাইম’ বলায় ফের প্রচারের আলোয় ফিরে আসে।

এই বিষয়টি নিয়েই মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে ফেসবুকে একটি লম্বা পোস্ট লিখেছিলেন ফ্রেডিড রোমান নামে ওই সাংবাদিক। যার শিরোনাম ছিলো-‘স্টেট ক্রাইম উইদআউট চার্জিং দ্য বস’। এর কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রেডিডকে তার গাড়ির ভেতর থেকে নিহত অবস্থায় উদ্ধার করা হয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। এরপর ইঙ্গিতপূর্ণ ও শিরোনামটি বিশেষ নজর কেড়েছে নেটিজ়েনদের।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে লেখা ওই পোস্টে ৪৩ শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার সময়ে চার সরকারি কর্মকর্তা গোপন বৈঠক করেছিলেন বলে দাবি করেন ফ্রেডিড। যার মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল জিসাস মুরিলো কারামও ছিলেন বলে লেখেন তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে কমিশনের রিপোর্ট প্রকাশের পরে গ্রেপ্তার করা হয়েছে মুরিলোকে। একই সঙ্গে সেনা, পুলিশসহ প্রশাসনের একাধিক কর্মকর্তা এবং কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সূত্র: আনন্দবাজার

বিজনেস আওয়ার/ ২৪ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: