বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর পল্টন থানার বিজয়নগরে ‘হোটেল ৭১’ এর পেছনে একটি তিন তলা ভবনের উপরের তলায় ইলেকট্রনিক্সের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেখানে।
বুধবার (২৪ আগস্ট) ফায়ার সার্ভিস সদর দপ্তর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের সংবাদ পায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক এই তথ্য নিশ্চিত করে জানান, সেখানে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
বিজনেস আওয়ার/ ২৪ আগস্ট,২০২২/ এস এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: