বিনোদন ডেস্ক: কথায় আছে, ‘আজ যে রাজা, কাল সে ফকির’। এই কথাটাই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল ‘কোক স্টুডিও’ খ্যাত পাকিস্তানি গায়ক ওয়াহাব আলী বাগতির জীবনের সঙ্গে। তাঁর সুরে মুগ্ধ হয়েছিলেন দর্শক। পেয়েছিলেন বিখ্যাত হওয়ার স্বাদ৷ সে সব কিছুই কেড়ে নিল বালুচিস্তানের ভয়াবহ বন্যা।
‘কানা ইয়ারি’ গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন ওয়াহাব আলী। শ্রোতাপ্রিয় এই গান ‘কোক স্টুডিও’-তে এক নম্বরে ছিল। বালুচিস্তানের বন্যার ফলে এই গায়কের মাটির বাড়ি ভেঙে গেছে। পরিবার নিয়ে দুর্বিষহ জীবন পার করছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গায়কের অসহায় অবস্থার ছবি ভাইরাল হয়েছে। এরপর অনেকেই তাকে সাহায্যের হাত বাড়িয়েছেন। বালুচিস্তানের বন্যা তহবিলের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
কেউ মন্তব্য করেছেন, ‘গায়কের কত টাকা লাগতে পারে, তা হিসেব করে অবিলম্বে তাঁর হাতে তুলে দেওয়া হোক’। বালুচিস্তানের বন্যা তহবিলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। গায়ক নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন তাদের। অনেকেই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।
বিজনেস আওয়ার/ ২৫ আগস্ট, ২০২২/ এস এইচ