ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি প্রতিটি গণহত্যার সঙ্গে জড়িত: হানিফ

  • পোস্ট হয়েছে : ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশের প্রতিটি গণহত্যার সঙ্গে বিএনপি জড়িত। ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি-জামায়াত জোট নির্বিচারে গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘১৫ ও ২১ আগস্ট বাঙালি জাতির নেতৃত্ব নির্মূলে নীলনকশা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল- আলম হানিফ বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান রাজনীতিবিদি নয়; বরং পাকিস্তানি ভাবধারার পৈশাচিক, বিকৃত মানসিকতাসম্পন্ন ব্যক্তি। প্রত্যেকটা গণহত্যায় এই পরিবারের সম্পৃক্ততা রয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট গণহত্যা একই যোগসূত্র পাওয়া যায়। একাত্তরের গণহত্যাও একই জায়গা থেকে পরিচালিত।

হানিফ আরো বলেন, কিছু কিছু সুশীল রাজনৈতিক সমঝোতার কথা বলেন। কার সঙ্গে সমঝোতার কথা বলেন? রাজনীতিবিদের সঙ্গে রাজনীতিবিদের সমঝোতা হতে পারে, কথা হতে পারে; কিন্তু হত্যাকারী, বিকৃত মানসিকতাসম্পন্নদের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই।

বিজনেস আওয়ার/২৬ আগস্ট, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএনপি প্রতিটি গণহত্যার সঙ্গে জড়িত: হানিফ

পোস্ট হয়েছে : ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশের প্রতিটি গণহত্যার সঙ্গে বিএনপি জড়িত। ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি-জামায়াত জোট নির্বিচারে গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘১৫ ও ২১ আগস্ট বাঙালি জাতির নেতৃত্ব নির্মূলে নীলনকশা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল- আলম হানিফ বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান রাজনীতিবিদি নয়; বরং পাকিস্তানি ভাবধারার পৈশাচিক, বিকৃত মানসিকতাসম্পন্ন ব্যক্তি। প্রত্যেকটা গণহত্যায় এই পরিবারের সম্পৃক্ততা রয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট গণহত্যা একই যোগসূত্র পাওয়া যায়। একাত্তরের গণহত্যাও একই জায়গা থেকে পরিচালিত।

হানিফ আরো বলেন, কিছু কিছু সুশীল রাজনৈতিক সমঝোতার কথা বলেন। কার সঙ্গে সমঝোতার কথা বলেন? রাজনীতিবিদের সঙ্গে রাজনীতিবিদের সমঝোতা হতে পারে, কথা হতে পারে; কিন্তু হত্যাকারী, বিকৃত মানসিকতাসম্পন্নদের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই।

বিজনেস আওয়ার/২৬ আগস্ট, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: