বিনোদন ডেস্ক : ‘আরএক্স ১০০’ সিনেমার মাধ্যমে রুপালি জগেত পা রাখেন অভিনেত্রী পায়েল রাজপুত। প্রথম সিনেমাতেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। সিনেমায় অভিনেতা কার্তিকেয়ার সঙ্গে একটি চুমুর দৃশ্য ছিল। দৃশ্যটি বেশ সাড়া জাগিয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পায়েল রাজপুত বলেন, সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে চুমু বা অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মায়ের সঙ্গে আমি আলোচনা করি। মা অনুমতি দিলে তবেই আমি চুম্বন দৃশ্যে অভিনয় করি। মা আমাকে বলে দিয়েছেন, যদি এ ধরনের সাহসী দৃশ্যে স্বস্তি বোধ করি তাহলে কোনো সমস্যা নেই।
পায়েল আরও বলেন, যদিও আমি জানি, মা-বাবা আমার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় দেখে অস্বস্তি বোধ করেন। কিন্তু তারা আমাকে কিছু বলেন না।
উল্লেখ্য, ‘আরএক্স ১০০’ বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল। শুধু তাই নয়, সিনেমাটির হিন্দি রিমেকও তৈরি হচ্ছে। এছাড়া পায়েল অভিনীত ‘ভেঙ্কি মামা’ সিনেমাটিও বক্স অফিসে বাজিমাত করেছে।
বিজনেস আওয়ার/০৪ আগস্ট, ২০২০/এ