ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে বিএনপি-জামায়াত: স্বাস্থ্যমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • 47

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি-জামায়াত এদেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে। তারা মানুষকে পুড়িয়ে মেরেছে। আর শেখ হাসিনার সরকার স্বাস্থ্য খাতে অভাবনীয় উন্নতিসহ মানুষের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার পানিপাড়া পশ্চিম পাড়া ঈদগাহ মাঠে ‘নূরননেসা-মামিনুল কমিউনিটি ক্লিনিক’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশে একটি মেডিক্যাল কলেজ হাসপাতালও প্রতিষ্ঠা করতে পারেনি, একজন চিকিৎসকও নিয়োগ দিতে পারেনি তারা। বরং মানুষের চিকিৎসার প্রথম ধাপ কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। ওরা ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী আর শেখ হাসিনার সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।

জ্বালানি তেল ও দ্রব্যমূল্য সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম তিনগুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের অবস্থা যাতে শ্রীলঙ্কার মতো না হয় সেজন্য আগাম ব্যবস্থা নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহা ব্যবস্থাপক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার ফাতেমা রহমান, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/ ৩১ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে বিএনপি-জামায়াত: স্বাস্থ্যমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি-জামায়াত এদেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে। তারা মানুষকে পুড়িয়ে মেরেছে। আর শেখ হাসিনার সরকার স্বাস্থ্য খাতে অভাবনীয় উন্নতিসহ মানুষের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার পানিপাড়া পশ্চিম পাড়া ঈদগাহ মাঠে ‘নূরননেসা-মামিনুল কমিউনিটি ক্লিনিক’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশে একটি মেডিক্যাল কলেজ হাসপাতালও প্রতিষ্ঠা করতে পারেনি, একজন চিকিৎসকও নিয়োগ দিতে পারেনি তারা। বরং মানুষের চিকিৎসার প্রথম ধাপ কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। ওরা ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী আর শেখ হাসিনার সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।

জ্বালানি তেল ও দ্রব্যমূল্য সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম তিনগুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের অবস্থা যাতে শ্রীলঙ্কার মতো না হয় সেজন্য আগাম ব্যবস্থা নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহা ব্যবস্থাপক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার ফাতেমা রহমান, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/ ৩১ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: