স্পোর্টস ডেস্ক: লড়াই না করে একক টেনিসের ক্যারিয়ার শেষ করার কোনও ইচ্ছা নেই সেরেনা উইলিয়ামসের। বুধবার (৩১ আগস্ট) দ্বিতীয় বাছাই অ্যানেট কোন্তাভেইটকে হারিয়ে ইউএস ওপেনে আরেকটি চমৎকার রাত পার করলেন তিনি।
৬০৫তম র্যাংকিংধারী সেরেনা নিউ ইয়র্কে দ্বিতীয় রাউন্ডের খেলায় এস্তোনিয়ানের বিপক্ষে জিতেছেন ৭-৬ (৭-৪), ২-৬, ৬-২ গেমে। সম্প্রতি ইউএস ওপেন খেলে টেনিসকে বিদায়ের আগাম ঘোষণা দেন তিনি।
এত সহজে যে বিদায় নিচ্ছেন না সেটা বুঝিয়ে দিলেন সেরেনা। ২৩ বারের গ্র্যান্ড স্লাম জয়ী শুক্রবার তৃতীয় রাউন্ডে খেলবেন অস্ট্রেলিয়ার আজলা টমজানোভিচের সঙ্গে। কোন্তাভেইটকে হারিয়ে হেসে ৪০ বছর বয়সী বললেন, ‘এখানে ওত তাড়া নেই। এখনও আমার মধ্যে কিছু আছে।’
১৯৯৯ সালে ফ্লাশিং মিডোসে ছয় ইউএস ওপেনের প্রথমটি জেতা সেরেনা আরও বলেন, ‘আমি বেশ ভালো খেলোয়াড়, আমি এটাই খুব ভালো পারি। আমি চ্যালেঞ্জ ভালোবাসি এবং চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাই।
বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর ২০২২ / এস এইচ