বিজনেস আওয়ার প্রতিবেদক: লেবাননের বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনায় আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ নিয়ে দুই বাংলাদেশির মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে দূতাবাস।
লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, হামলায় এখন পর্যন্ত দুই জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তারা দুজনই বাংলাদেশি শ্রমিক। কয়েকজন বাংলাদেশি প্রবাসীও আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দূতাবাস প্রবাসীদের বিষয়ে খোঁজ নিচ্ছে।
এর আগে রনি মিয়া নামে একজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যায়। তার বাবার নাম তাজু মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার ভাদেশ্বরা গ্রামে তার গ্রামের বাড়ি। বৈরুতে অসংখ্য বাংলাদেশি প্রবাসী কাজ করেন। তাদের অনেকেই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন। ভবনে আটকাও পড়েছেন অনেকে। দুর্ঘটনার শিকার প্রবাসীসহ সবার খোঁজ রাখছে দূতাবাস।
বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত হয়েছেন। তারা নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ে অবস্থান করছিলেন। বিস্ফোরণে জাহাজটিও সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্সের অধীনে লেবাননে নিযুক্ত বাংলাদেশি ক্যাস্টল ক্লাশ করভটে বিএনএস বিজয় দুশো গজের মধ্যে ছিল।
উল্লেখ্য, লেবাননের বৈরুতে মঙ্গলবার (স্থানীয় সময়) সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হয়েছে। একইসঙ্গে এত আহত মানুষের সেবা দিতে হিমশিম খাচ্ছে বৈরুতের হাসপাতালগুলো। কিভাবে বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিজনেস আওয়ার/০৫ আগস্ট, ২০২০/এ