বিজনেস আওয়ার প্রতিবেদক : একই স্থানে এবং একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার শরৎনগর বাজার ও তৎসংলগ্ন এলাকায় ফৌজদারি আইনের এ ধারাটি জারি করা হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার শরৎনগর বাজার এলাকায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিএনপি সোমবার বিকেল ৫টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। একই সময়ে একই স্থানে কর্মসূচি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনায় সোমবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শরৎনগর বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান বলেন, ‘১৪৪ ধারা জারির চিঠি পেয়েছি। আমরা ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এলাকায় মাইকিং করা হচ্ছে। এরপরও যদি কেউ আইনশৃঙ্খলা অবনতি ঘটনার চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
বিজনেস আওয়ার/০৫ সেপ্টেম্বর, ২০২২/কমা