ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে হারিয়ে ফাইনালের পথে শ্রীলঙ্কা

  • পোস্ট হয়েছে : ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • 72

বিজনেস আওয়ার প্রতিবেদক : জিতলেই ফাইনালে খেলার পথ সুগম আর হারলেই বিদায়। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে ভারতকে ৪ উইকেটে হারাল শ্রীলংকা।

আগে ব্যাট করে দিলশান-করুণারত্নেদের বোলিং তোপে তেমন একটা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি ভারত। ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে সমর্থ হয় টিম ইন্ডিয়া। আর ১৭৪ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে পার করে দেয় লঙ্কান ব্যাটাররা।

শ্রীলংকার হয়ে সর্বোচ্চ রান এসেছে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। ওপেনিংয়ে নেমে চাহালের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৩৭ বলে ৫৭ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কার। তিনিও চাহালের শিকার। ৩৭ বলে করেন ৫২ রান।

এর আগে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ রানে লোকেশ রাহুল ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ভারত।

এরপর সুরাইয়া কুমার যাদবকে সঙ্গে নিয়ে ৫৮ বলে ৯৭ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন অধিনায়ক রোহিত শর্মা। ১২.২ ওভারে দুই উইকেটে ১১০ রান করা ভারত এরপর ৬৩ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট। ইনিংসের শেষদিকে নিয়মিত উইকেট পতনের কারণে বড় স্কোর গড়ার সুযোগ হাতছাড়া করে এশিয়া কাপের রেকর্ড ৭ আসরের শিরোপাজয়ী দলটি।

বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতকে হারিয়ে ফাইনালের পথে শ্রীলঙ্কা

পোস্ট হয়েছে : ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : জিতলেই ফাইনালে খেলার পথ সুগম আর হারলেই বিদায়। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে ভারতকে ৪ উইকেটে হারাল শ্রীলংকা।

আগে ব্যাট করে দিলশান-করুণারত্নেদের বোলিং তোপে তেমন একটা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি ভারত। ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে সমর্থ হয় টিম ইন্ডিয়া। আর ১৭৪ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে পার করে দেয় লঙ্কান ব্যাটাররা।

শ্রীলংকার হয়ে সর্বোচ্চ রান এসেছে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। ওপেনিংয়ে নেমে চাহালের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৩৭ বলে ৫৭ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কার। তিনিও চাহালের শিকার। ৩৭ বলে করেন ৫২ রান।

এর আগে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ রানে লোকেশ রাহুল ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ভারত।

এরপর সুরাইয়া কুমার যাদবকে সঙ্গে নিয়ে ৫৮ বলে ৯৭ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন অধিনায়ক রোহিত শর্মা। ১২.২ ওভারে দুই উইকেটে ১১০ রান করা ভারত এরপর ৬৩ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট। ইনিংসের শেষদিকে নিয়মিত উইকেট পতনের কারণে বড় স্কোর গড়ার সুযোগ হাতছাড়া করে এশিয়া কাপের রেকর্ড ৭ আসরের শিরোপাজয়ী দলটি।

বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: