বিজনেস আওয়ার প্রতিবেদক : ঘুষ গ্রহণের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছির আবারও জামিন চেয়ে আবেদন করেছেন হাইকোর্টে।
বুধবার (০৭ সেপ্টেম্বর) বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্টের একক বেঞ্চে তার আবেদনটি শুনানি হতে পারে। আসামির আইনজীবী ফারুখ আলমগীর চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা জামিন চেয়ে আদালতে আবেদন করেছি। আজ জামিনের বিষয়ে শুনানি হতে পারে।
এর আগে গত ২৩ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ খন্দকার এনামুল বাছিরকে জামিন দিলেও পরে সেটি প্রত্যাহার করা হয়।
গত ২৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া বাছিরকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।
বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২২/কমা