স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করলো অধরা শিরোপার মিশনে নামা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিলিয়ান এমবাপের জোড়া গোলে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে হারালো ফ্রান্সের ক্লাবটি।
ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে পিএসজি। শুরুতেই কিলিয়ান এমবাপ্পের জোড়া লক্ষ্যভেদে ২-১ গোলে জিতেছে পিএসজি।
স্বাগতিকরা দুরন্ত শুরু করে। পাঁচ মিনিটের মাথায় গোল পায় তারা। জুভেন্টাসের রক্ষণভাগের উপর দিয়ে নেইমার বল তুলে দেন এবং প্রথমবারের ভলিতেই মাত্তিয়া পেরিনকে পরাস্ত করে পিএসজিকে লিড এনে দেন এমবাপ্পে।
আরেকটি ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। পেনাল্টি এরিয়ায় আশরাফ হাকিমির সঙ্গে বল দেওয়া নেওয়া করে ২-০ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে এমবাপ্পেকে বল বানিয়ে দেন লিওনেল মেসি। কিন্তু প্রতিপক্ষের নজরের বাইরে থাকা নেইমারকে ক্রস না দিয়ে ফরাসি ফরোয়ার্ড নিজেই লক্ষ্যে শট নেন এবং বল গোলপোস্টের বাইরে দিয়ে যায়।
৩-০ হওয়ার বদলে স্কোর ২-১ হয়, যখন ফিলিপ কোস্টিকের ক্রস থেকে জিয়ানলুইজি দোনারুমার ভুলের সুযোগ নিয়ে জাল কাঁপান ওয়েস্টন ম্যাককেন্নি। অবশ্য ইতালিয়ান গোলরক্ষক কিছুক্ষণ পর দুসান ভ্লাহোভিচকে ঠেকিয়ে দলকে স্বস্তি এনে দেন।
এই জয়ে ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় স্থানে পিএসজি। আরেক ম্যাচে মাকাবি হাইফাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে বেনফিকা।
আসরের প্রথম ‘হাইভোল্টেজ’ ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশনে সম্ভাব্য সেরা শুরুটাই পেয়েছে পিএসজি।
বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর,২০২২/এস এইচ